শতকরা বার্ষিক কত হার সুদে ৫ বছরের সুদ , সুদ -আসলের ১/৫ অংশ হবে ?
Correct Answer: Option A
এখানে সুদ , সুদ -আসলের ১/৫ অংশ এর অর্থ হল সুদাসল 5 হলে আসল 1
তাহলে আসল হবে 5-1 = 4
এখন 4 টাকার সুদ 1 টাকা হলে 100 টাকার সুদ হবে 25 টাকা
কিন্তু এটা হলে যেহেতু 5 বছরের সুদ
তাই 1 বছরের সুদ হবে 25/5 = 5 টাকা।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions