-কার্ল লান্ডষ্টাইনার একজন অস্ট্রীয় জীববিজ্ঞানী ও চিকিৎসক। তিনি আমেরিকার বিখ্যাত রকাফেলার ইনস্টিটিউটে (Rockefeller Institute) গবেষণা করতেন।
-১৯০০ সালে তিনি প্রধান ব্লাড গ্রুপসমূহ আবিষ্কার করেন ।
-১৯৩০ সালে রক্তের গ্রুপ আবিস্কার করার জন্য চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার লাভ করেণ।