কোষের অস্বাভাবিক বৃদ্ধিতে কি সংগঠিত হয়?
A যমজ বাচ্চা হয়
B শক্তিশালী হয়
C দৈহিক বৃদ্ধি হয়
D ক্যান্সার কোষ তৈরি হয়
Solution
Correct Answer: Option D
শরীরে কোনো স্থানে কোষের দ্রুত, অস্বাভাবিক ও অনিয়ন্ত্রিত বিভাজন হলে তাকে ক্যান্সার বলে। দেহে অস্বাভাবিক কোষ বিভাজনের ফলে ক্যান্সার রোগ হয়। এই রোগে মৃত্যুর হার অনেক বেশি।