লিজা ও শিখার বয়সের অনুপাত 2 : 3 । তাদের দুইজনের বয়সের সমষ্টি 30 বছর হলে, তাদের দুইজনের বয়সের পার্থক্য কত?

A 10

B 4

C 6

D 5

Solution

Correct Answer: Option C

দেওয়া আছে, লিজা ও শিখার বয়সের অনুপাত = 2:3
মনে করি, লিজার বয়স2x বছর
এবং শিখার বয়স = 3x বছর
শর্তমতে, 2x + 3x = 30
        = 5x = 30
        = x = 6 (উভয়পক্ষকে 5 দ্বারা ভাগ করে]
লিজার বয়স 2x = (2 × 6) বছর = 12 বছর
এবং শিখার বয়স 3x = (3 × 6) বছর = 18 বছর
তাদের দুইজনের বয়সের পার্থক্য = 18-12 = 6

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions