এক ব্যক্তি গাড়ি যোগে ঘন্টায় 60 কিমি বেগে কিছুদূর অতিক্রম করে ঘন্টায় 40 কিমি বেগে অবশিষ্ট পথ অতিক্রম করে 5 ঘন্টায় মোট 240 কিমি গমন করে। 60 কিমি বেগে কতদূর গিয়েছিলেন?

A 120

B 110

C 100

D 125

Solution

Correct Answer: Option A

মনেকরি,
ঘন্টায় 60 কিমি বেগে যায় x কিমি 
ঘন্টায় 40 কিমি বেগে যায় (240 -x) কিমি 
 প্রশ্নমতে, 
 x/60 + (240-x)/40 = 5
বা, (2x + 720 - 3x)/120 = 5 
বা, (720 - x)/120 = 5 
বা, 720 - x = 600 
বা, x = 720 - 600    
 x = 120

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions