যদি xy < 0, xz > 0 এবং z < 0 হয়, তবে নিচের কোনটি অবশ্যই সত্য হবে?

A y > 0

B y < 0

C yz > 0

D কোনোটিই নয়

Solution

Correct Answer: Option A

x<0 তাই এখানে x নেতিবাচক।
xz >0 তাই এখানে x  & z উভয়ই ঋনাত্মক, এবং তাদের গুনফল ধনাত্মক।
xy<0 মানে  যদি x ঋণাত্মক হয়, তাই y অবশ্যই ইতিবাচক হতে হবে।
সুতরা, y>0 হল সঠিক উত্তর।
 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions