ইথিলিনের ব্যবহার:
-ইথিলিন গ্যাসের প্রধান ব্যবহার হলো ফল ব্যবসায়ে। কৃত্রিমভাবে ফলের সংরক্ষণ অর্থাৎ পচন থেকে রক্ষা করার জন্য এবং কাঁচা ফল পাকাতে এই গ্যাস ব্যবহার করা হয়ে থাকে।
-পলিথিন বা পলিইথিলিন প্লাস্টিক প্রস্তুতিতে সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহার করা হয়।
-এছাড়াও ইথাইল অ্যালকোহল, ডাই অক্সেন, ইথিলিন ডাই ক্লোরাইড, ইথিলিন গ্লাইকল প্রভৃতি প্রস্তুতিতে ইথিলিনের ব্যবহার হয়।
-শল্য চিকিৎসায় চেতনানাশক হিসেবে ইথিলিন এবং অক্সিজেনের মিশ্রণকে ব্যবহার করে রোগীকে অজ্ঞান করা হয়।উল্লেখ্য যে চেতনানাশক দ্রব্যতে 80% ইথিলিন এবং 20% অক্সিজেন থাকে।
-কৃত্রিম রাবার প্রস্তুতিতে ইথিলিন ব্যবহার করা হয়।যুদ্ধের সময় মাস্টার্ড গ্যাস নামে বিষাক্ত গ্যাস প্রস্তুতিতে ইথিলিন ব্যবহার করা হয়।