বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ --

A নারীর মূল্য

B রায়তের কথা

C তেল নুন লাকড়ী

D বীরবলের হালখাতা

Solution

Correct Answer: Option D

- বাংলা গদ্যে চলিতরীতির প্রবর্তক প্রমথ চৌধুরী ।
- তার প্রবন্ধগ্রন্থ 'বীরবলের হালখাতা' বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ ।
- অন্যদিকে রায়তের কথা ও তেল নুন লকড়ি তার প্রবন্ধগ্রন্থ ।
- 'নারীর মূল্য' শরৎচন্দ্র চট্রোপাধ্যায় রচিত উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions