বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি?

A ব্রাহ্মী

B মণিপুরি

C বাংলা

D কুটিল

Solution

Correct Answer: Option C

- বাংলা ভাষার নিজস্ব লিপি রয়েছে। এই লিপির নাম - বাংলা লিপি।
- বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা ৫০টি – স্বরবর্ণ ১১টি এবং ব্যঞ্জনবর্ণ ৩৯টি।
 -লিপি হচ্ছে লিখন পদ্ধতি। পৃথিবীর প্রায় সকল লিপিই ফিনিশিয় লিপি থেকে উদ্ভব হয়েছে।
- প্রাচীন ভারতের প্রচলিত চিত্রলিপি থেকে ভারতীয় লিপির উৎপত্তি ঘটে। এ ভারতীয় লিপির রূপ দুইটি – ব্রাহ্মী লিপি ও খরোষ্ঠী লিপি।
- ব্রাহ্মী লিপি কুষাণ ও গুপ্ত রাজাদের আমলে পরিবর্তিত হয়ে তিনটি রূপ ধারণ করে – সারদা, নাগর ও কুটিল।
- -ব্রাহ্মী লিপির কুটিল রূপ পৃথ্বী লিপি থেকে বাংলা লিপির উৎপত্তি হয়েছে।
- প্রায় আড়াই হাজার বছর আগে উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয়।
- ব্রাহ্মী লিপির পূর্ব-ভারতীয় শাখা দশম শতক নাগাদ কুটিল লিপি নামে পরিচিতি লাভ করে। বাংলা লিপি এই কুটিল লিপির বিবর্তিত রূপ।
- অহমিয়া, বোড়ো, মণিপুরি প্রভৃতি ভাষাও বাংলা লিপিতে লেখা হয়। সংস্কৃত এবং মৈথিলি ভাষাও এক সময়ে এই লিপিতে লেখা হতো।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions