Solution
Correct Answer: Option A
রাজা রামমোহন প্রতিষ্ঠা করেনঃ
» একেশ্বর উপাসনার লক্ষ্যে ‘আত্মীয়সভা’- ১৮১৫।
» দেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের লক্ষ্যে ‘হিন্দু কলেজ’- ১৮১৭।
» ‘ইউনিটারিয়ান কমিটি’ নামক ধর্মসভা- ১৮২১।
» ‘অ্যাংলো হিন্দু স্কুল’-১৮২৩৷
» প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের সহায়তায় ‘ব্রাহ্ম-সমাজ’- ১৮২৮।
তার রামমোহন রচিত ব্যাকরণঃ
‘গৌড়ীয় ব্যাকরণ' (১৮৩৩): এটি ১৮২৬ সালে প্রথম ইংরেজিতে প্রকাশিত হয়।