দুটি সংখ্যার পার্থক্য ৫ এবং তাদের বর্গের পার্থক্য ৬৫ হলে বড় সংখ্যাটি কত?
Solution
Correct Answer: Option C
ধরি ছোট সংখ্যাটি x
বড় সংখ্যাটি x+5
প্রশ্নমতে,
(x+5)2 -x2=65
or,x2+10x+25-x2=65
or,10x=65-25
or,10x=40
or,x=40/10
∴ x=4
অতএব ছোট সংখ্যাটি ৪
বড় সংখ্যাটি =৪+৫ =৯