স্রোতের প্রতিকূলে নৌকার বেগ ঘন্টায় ২ কি:মি: এবং স্রোতের বেগ ৩ কি:মি: হলে, স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী বেগ ঘন্টায় কত কি:মি:?

A

B

C ১০

D ১২

Solution

Correct Answer: Option A

এখানে,
স্রোতের বেগ, u = 3 কি.মি/ঘন্টা
এবং, স্রোতের প্রতিকুলে বেগ v-u=2
⇒ v-3=2
⇒ v = 5
∴ স্রোতের অনুকূলে বেগ, v+u=5+3=8 কি.মি/ঘন্টা.

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions