পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা হিসেবে অভিহিত করা কোন স্তরকে?
Solution
Correct Answer: Option B
বায়ুমন্ডল যে সমস্ত উপাদানে গঠিত তাদের প্রকৃতি, বৈশিষ্ট্য ও উষ্ণতার পার্থক্য অনুসারে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে পর্যায়ক্রমে পাঁচটি স্তরে ভাগ করা হয়।
- ট্রপোমন্ডল (Troposphere),
- স্ট্রাটোমন্ডল (Stratosphere),
- মেসোমন্ডল (Mesosphere),
- তাপমন্ডল (Thermosphere) ও
- এক্সোমন্ডল (Exosphere)।
স্ট্র্যাটোস্ফিয়ার এর ১৫-৩০ কি.মি. উচ্চতার মধ্যে ওজন গ্যাসযুক্ত যে বায়ুস্তরটি রয়েছে তাকে ওজোনস্তর বলা হয়। এই স্তরে ওজোন গ্যাসের একটি পর্দা আছে, যা সূর্য থেকে বিচ্ছুরিত অতিবেগুনি রশ্মিকে (Ultraviolet Ray) শোষণ করে ভূপৃষ্ঠে আসতে দেয় না। যার ফলে জীবজগত ধ্বংসের হাত থেকে রক্ষা পায়। এটি বায়ুমণ্ডলীয় তাপের ভারসাম্য রক্ষা করে পৃথিবীতে জনবসতি গড়ে উঠতে সাহায্য করে বলে এ স্তরটিকে পৃথিবীর ‘প্রাকৃতিক সৌর পর্দা’ বলা হয়।