সিএনজি পাম্প থেকে গাড়িতে যে গ্যাস পূর্ণ করা হয় তা মুলত

A মিথেন

B প্রােপেন

C নাইট্রোজেন

D আর্গন

Solution

Correct Answer: Option A

Compressed Natural Gas (CNG) হলো এক প্রকার প্রাকৃতিক গ্যাস। এর প্রধান উপাদান মিথেন। এটিকে উচ্চ চাপের দ্বারা সংকুচিত করে তরলে পরিণত করার মাধ্যমে গ্যাসের চুলা ও যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। মিথেন এক প্রকার জৈব রাসায়নিক যৌগ। এতে একটি কার্বন ও চারটি হাইড্রোজেন পরমাণু থাকে। এর সংকেত CH4। মিথেন ছাড়াও সিএনজি গ্যাসে সামান্য পরিমাণে ইথেন, প্রোপেন ও বিউটেন থাকে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions