Solution
Correct Answer: Option B
যেসব শব্দ সংস্কৃত থেকে সরাসরি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, সেসব শব্দকে বলে তৎসম শব্দ। প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃত ভাষার শব্দের অনুরূপ, সেগুলোকে তৎসম শব্দ বলে। যেমন: নারিকেল, ধূলি, চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য, ব্যাকরণ, চরণ, তৃণ, অগ্রহায়ণ, ভাষা, বৈষ্ণব, গৃহ, কৃষি, ঋষি, পুত্র, পৃথিবী, আকাশ, গ্রহ, বৃক্ষ, জীবন ইত্যাদি।
গ্রাম (তৎসম) > গেরাম (অর্ধ-তৎসম);
মৃত্তিকা (তৎসম) > মট্টিআ (প্রাকৃত) > মাটি (বাংলা);
চর্মকার (তৎসম) > চম্মআর (প্রাকৃত) > চামার (তদ্ভব/বাংলা) ।