প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা [ঝিলাম] ০৮.১১.২০১৩ (76 টি প্রশ্ন )
i
ব্যাখ্যা (Explanation):
ভিটামিন কে এর প্রভাবে রক্ত তঞ্চন প্রক্রিয়ায় দেহে রক্ত জমাট বাঁধে ও দেহ থেকে অবাঞ্ছিত রক্তপাত  বন্ধ হয়। ভিটামিন সি এর অভাবে স্ক্রারভি রোগ হয় ও ভিটামিন বি এর অভাবে বেরি বেরি রোগ হয়।  ভিটামিন বি২ এর অভাবে দৈহিক বৃদ্ধি  বাঁধা প্রাপ্ত হয়।
i
ব্যাখ্যা (Explanation):
যেসব উদ্ভিদের বীজে একটি মাত্র বীজপত্র থাকা তাকে একবীজপত্রী উদ্ভিদ বলে। ভুট্টা , নারিকেল ,গম ইত্যাদি একবীজপত্রী উদ্ভিদ। কাঁঠালের বীজে দুইটি বীজপত্র থাকে।
i
ব্যাখ্যা (Explanation):
মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে বায়ুর নাইট্রোজেন। রাইজোবিয়াম জাতীয় উদ্ভিদের নডিউলে নাইট্রোজেন সংবদ্ধন করে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে। কোন উদ্ভিদই মাটিতে কার্বন ডাইঅক্সাইড,অক্সিজেন বা হাইড্রোজেন এর পরিমাণ বৃদ্ধি করে না।
i
ব্যাখ্যা (Explanation):
দাঁত পরিষ্কারের জন্য জেলি বা লেইয়ের মতো যে পদার্থ ব্যবহার করা হয় তাকে টুথপেষ্ট বলে। সাধারণ মানের টুথপেষ্টে ৩০% চক পাউডার এবং ১৫% সাবান ,১০% ট্রাই ও ড্রাই ক্যালসিয়াম ফসফেট এবং ৫.৫% গাম ট্রাগাকান্থ মিউসিলেজ রয়েছে
i
ব্যাখ্যা (Explanation):
ওজোন স্তর সূর্যের আলট্রা ভায়োলেট রশ্মি অর্থাৎ অতি বেগুনী রশ্মি শোষণ করে। ফলে প্রাণীজগৎ রক্ষা পায় । ১% ওজোন হারানোর অর্থ ২% অতিবেগুনী আলোর প্রভাব বেড়ে যাওয়া ।
i
ব্যাখ্যা (Explanation):
যে পদ্ধতিতে তাপ পদার্থের উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে বা উষ্ণতর বস্তু শীতলতার বস্তুতে সঞ্চালিত হয় সে পদ্ধতিকে পরিবহন বলে । যে পদ্ধতিতে তাপ কোন পদার্থের অনুগুলুর চলাচল দ্বারা উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে সঞ্চালিত হয় তাকে পরিচিলন বলে। যে পদ্ধতিতে তাপ জড় মাধ্যমের সাহায্য ছাড়াই তড়িৎ চুম্বকীয় তরঙ্গের আকারে উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে সঞ্চালিত হয় তাকে বিকিরণ বলে ।বিকিরণ পদ্ধতিতে তাপ সবচেয়ে দ্রুত সঞ্চালিত হয়।
i
ব্যাখ্যা (Explanation):
কালো রঙ্গের বস্তু আলোর সকল রং শোষণ করে।সুতরাং কালো রঙ্গের বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশি। সাদা রঙ্গের বস্তু আলোর সকল রং প্রতিফলিত করে ফলে সাদা রঙ্গের বস্তুর তাপ শোষণ ক্ষমতা কম।
i
ব্যাখ্যা (Explanation):
ক্ষমতার একক ওয়াট ,কাজের একক জুল এবং বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কিলোওয়াট - ঘণ্টা । বাণিজ্যিকভাবে একে " বোর্ড অব ইউনিট' বা সংক্ষেপে শুধু ইউনিট বলে।

i
ব্যাখ্যা (Explanation):
- বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বাতাসে হালকা অণুর সংখ্যা (জলীয়বাষ্পের অণু) বৃদ্ধি পায়।
- যেহেতু জলীয়বাষ্পের ঘনত্ব শুকনো বাতাসের তুলনায় কম, তাই এর ফলে বায়ুর ঘনত্ব কমে যায়।
- ঘনত্ব কমে গেলে বায়ুচাপও কমে যায়, কারণ বায়ুচাপ নির্ভর করে বাতাসের অণুর ভর ও ঘনত্বের ওপর।

- তাই সঠিক উত্তর: কমে যায়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
বাংলাদেশের টেলিফোন শিল্প সংস্থা অবস্থিত টঙ্গি ও খুলনাতে।
i
ব্যাখ্যা (Explanation):
- এটি ১৯৮০ সালে উৎপাদন শুরু করে।সরকার নিয়ন্ত্রিত এ কারখানাটিকে লোকসানের কারণে ১৯৯৪ সালে বন্ধ করে দেওয়া হয় এবং ২০০০ সালের ৭ জুলাই এটি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
i
ব্যাখ্যা (Explanation):
- বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্রটিই দেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র।
- ১৯৭০ সালের ৩০ জানুয়ারি এ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
- রাঙ্গামাটির কাউখালীর বেতবুনিয়া ভূ- উপগ্রহ কেন্দ্র দেশের টেলিযোগাযোগের ক্ষেত্রে সর্বপ্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র।
i
ব্যাখ্যা (Explanation):
- বাংলাদেশে ভূ-উপগ্রহ কেন্দ্র রয়েছে ৪ টি।
১।বেতবুনিয়া (রাঙ্গামাটি)১৯৭৫ সালে,
২।তালিবাবাদ(গাজীপুর)১৯৮২ সালে,
৩।মহাখালী (ঢাকা)১৯৯৫ সালে,
৪। সিলেট ভূ-উপগ্রহ কেন্দ্র ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়।
i
ব্যাখ্যা (Explanation):
১৬৭৮ খ্রিষ্টাব্দে সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র শাহজাদা মোহাম্মদ আযম শাহ লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করেন। পরবর্তীতে সুবেদার শায়েস্তা খান ১৬৮২ সালে লালবাগ কেল্লার নির্মাণ কাজ শেষ করেন। এ কেল্লায় শায়েস্তা খানের কন্যা পরীবিবির মাজার রয়েছে।
i
ব্যাখ্যা (Explanation):
সাত গম্বুজ মসজিদ ঢাকর মোহাম্মদপুর জাফরবাদে অবস্থিত।১৬৮০ সালে মুঘল সুবেদার শায়েস্তা খানের আমলে এতই নির্মিত হয়। মসজিদের চার কোণে চারটি মিনার + তিনটি গম্বুজসহ মোট সাতটি গম্বুজ/মিনার রয়েছে। এ কারণে মসজিদের নাম হয়েছে সাত গম্বুজ মসজিদ।
i
ব্যাখ্যা (Explanation):
-গম্বুজ মসজিদটির নির্মাতা - শায়েস্তা খান।
-সাত গম্বুজ মসজিদ ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত মুঘল আমলে নির্মিত একটি মসজিদ।
-এই মসজিদটি চারটি মিনারসহ সাতটি গম্বুজের কারনে মসজিদের নাম হয়েছে 'সাতগম্বুজ মসজিদ'। এটি মোঘল আমলের অন্যতম নিদর্শন।
-১৬৮০ সালে মোগল সুবাদার শায়েস্তা খাঁর আমলে তার পুত্র উমিদ খাঁ মসজিদটি নির্মান করান।
i
ব্যাখ্যা (Explanation):
- বিশ্বকাপ ফুটবল প্রতি ৪ বছর পর পর অনুষ্ঠিত হয়।
- বিশ্বকাপ ক্রিকেটও প্রতি ৪ বছর পর পর অনুষ্ঠিত হয়।
- টি ২০ বিশ্বকাপ প্রতি ২ বছর পর পর অনুষ্ঠিত হয়।
i
ব্যাখ্যা (Explanation):
- ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় উরুগুয়েতে। এ আসরে চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে এবং রানার্স আপ হয় আর্জেন্টিনা।
- ২০১৮ সালে ২১ তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় রাশিয়ায়।
- ২০২২ সালে ২২ তম বিশ্বকাপ অনুষ্ঠিত হয় কাতারে।
i
ব্যাখ্যা (Explanation):
দক্ষিণ আমেরিকা মহাদেশে স্বাধীন দেশের সংখ্যা ১২ টি ।কলম্বিয়া দেশটি - দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত । এর রাজধানী বোগোটা , ভাষা - স্প্যানিশ ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ পরিচালনার সুবিধারথে সমগ্র দেশকে ১১ টি সেক্টরে বিভক্ত করা হয়। ২ নং সেক্টরটি গঠিত হয়েছিল নোয়াখালী, কুমিল্লা ,ঢাকা অ ফরিদপুর জেলার অবশিষ্ট অংশে।
i
ব্যাখ্যা (Explanation):
বাংলাদেশে রঙ্গিন টেলিভিশন চালু হয় ১ ডিসেম্বর ১৯৮০।বাংলাদশে টেলিভিশন স্থাপিত হয় ২৫ ডিসেম্বর ১৯৬৪ । পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র রয়েছে ২ টি ঢাকা ও চট্টগ্রাম এবং টেলিভিশনের সম্প্রসার কেন্দ্র রয়েছে ১৬ টি ।
i
ব্যাখ্যা (Explanation):
অপরাজেয় বাংলা ঢাকা বিশ্ববিদ্যলয়ের কলাভবন চত্বরে অবস্থিত । ভাস্কর্যটির স্থপতি হলেন সৈয়দ আবদুল্লাহ খালেদ.এটি উদ্বোধন করা হয় ১৬ ডিসেম্বর ১৯৭৯ ।
i
ব্যাখ্যা (Explanation):
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫ জন । এর মধ্যে স্থায়ী সদস্য ৫ টি এবং অস্থায়ী সদস্য সংখ্যা ১০ টি । পাঁচটি স্থায়ী সদস্য দেশ হল - মার্কিন যুক্তরাষ্ট্র , যুক্তরাজ্য , ফ্রান্স , রাশিয়া ,চীন। অস্থায়ী ১০ টি সদস্য প্রতি দুই বছরের জন্য নির্বাচিত হয় ।
i
ব্যাখ্যা (Explanation):
জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন নরওয়ের অধিবাসী ট্রিগভেলী (১৯৪৬-১৯৫২)। পরবর্তীতে আরও আটজন মহাসচিব নির্বাচিত হয়।
i
ব্যাখ্যা (Explanation):
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ সালে ৭ এপ্রিল। এজন্য প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে ৭ এপ্রিল নির্ধারিত হয়েছে। WHO- এর সদর দপ্তর জেনেভা।
i
ব্যাখ্যা (Explanation):
২/৩=০.৬৭ , ৩/৪=০.৭৫,৫/৯=০.৫৬ , ৭/১২=০.৫৮
∴ ক্ষুদ্রতম ভগ্নাংশ =৫/৯
i
ব্যাখ্যা (Explanation):
আমরা জানি,
   সুষম পঞ্চভুজের  অন্তঃস্থ কোণের পরিমাপ =(৫-২)/৫× ১৮০⁰ =১০৮⁰
∴ বহিঃস্থ কোণের পরিমাপ  ১৮০⁰-১০৮⁰=৭২⁰

i
ব্যাখ্যা (Explanation):
ধরি, হ্রাসকৃত সংখ্যাটি =x
 শর্তমতে,
  x ⦂ ৬৩=৮ ⦂ ৯
  বা, x/৬৩=৮/৯
  বা x = ৫৬
∴  নতুন সংখ্যাটি ৫৬
i
ব্যাখ্যা (Explanation):

দেওয়া আছে,
জিনিসটির ক্রয়মূল্য = ১২০ টাকা
জিনিসটির বিক্রয়মূল্য = ১৪৪ টাকা
∴ লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য
= ১৪৪ - ১২০ টাকা
= ২৪ টাকা

এখন,
ক্রয়মূল্য : লাভ = ১২০ : ২৪
= ৫ : ১ [উভয় রাশিকে ২৪ দ্বারা ভাগ করে]

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
   ১৮ দিনের খাদ্য মজুদ আছে ৪ জন সদস্যের
    ১     "          "    "        "    ১৮×৪ "    "
 ∴   ১২     "          "    "      "(১৮×৪)/১২ "    "

∴  মেহমান এসেছিল (৬-৪) জন
                                 =২ জন
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0