একটি কবিতা পড়া হবে, তার জন্যে কী ব্যাকুল প্রতীক্ষা মানুষের: 'কখন আসবে কবি?' 'কখন আসবে কবি?'পঙতিটির রচয়িতা কে?
Solution
Correct Answer: Option B
কবিদের কবি নির্মলেন্দু গুণের কাব্যগ্রন্থ ‘চাষাভূষার কাব্য' (১৯৮১) এর বিখ্যাত কবিতা ‘স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো'। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের দৃঢ়তা ও তাঁর রাজনৈতিক দূরদর্শিতা, স্বাধীনতার প্রেক্ষাপট, গণজাগরণের স্বরূপ এবং স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে বঙ্গবন্ধুর অবদানকে এ কবিতার মাধ্যমে তুলে ধরার প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে।
কবিতাটির বিখ্যাত পঙ্ক্তি-
একটি কবিতা পড়া হবে, তার জন্য কী ব্যাকুল প্রতীক্ষা মানুষের : ‘কখন আসবে কবি?' 'কখন আসবে কবি?
শত বছরের শত সংগ্রাম শেষে, রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন।
গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তাঁর অমর কবিতাখানি : 'এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।'