নিচের কোন সূচকটি প্রাথমিক শিক্ষার গুণগত মানের পরিমাপক?
A পঠন ও গণিতের দক্ষতা
B ছেলে ও মেয়ে শিশুর অনুপাত
C বিদ্যালয়ে উপস্থিতির হার
D অসমর্থ্যদের অভিযোজন উপকরণ
Solution
Correct Answer: Option A
মানসম্মত বা গুণগত শিক্ষা বলতে এমন এক কাঙ্খিত মানের শিক্ষা, যা পরবর্তী শিক্ষাস্তরে অধ্যয়নে শিক্ষার্থীকে সক্ষম করে তোলে। শিক্ষার পরিমাণগত উন্নয়ন হলো- প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির হার ক্রমাগত বৃদ্ধি, মেয়ে শিশুর হার বৃদ্ধি, ঝরে পড়া হ্রাস ও উপস্থিতির হার বৃদ্ধি আর শিক্ষার গুণগত পরিমাপের সূচক হলো পঠন-পাঠন, গণিতের নির্ধারিত যোগ্যতা অর্জন, শিক্ষাক্রম, পাঠ্যপুস্তক, বিদ্যালয়ের পরিবেশ, প্রতিষ্ঠান প্রধানে নেতৃত্ব ও শিক্ষার উপকরণ প্রভৃতি।