২০০৮, ২০০৯ ও ২০১০ সালে যদি একজন শ্রমিক পূর্ববর্তী বছরের চেয়ে পরবর্তী বছরে ১০% বেশি বেতন পান, তাহলে ২০০৮ সালের চেয়ে ২০১০ সালে তিনি শতকরা কত টাকা বেশি পান?

A ১০%

B ১১%

C ২০%

D ২১%

Solution

Correct Answer: Option D

২০০৮ সালে বেতন ১০০ টাকা হলে ২০০৯ সালে পান (১০০+১০)=১১০ টাকা

২০১০ সালে তার বেতন বাড়ে=(১১০ এর ১০%)=(১১০ এর ১০/১০০) টাকা=১১ টাকা

২০১০ তিনি বেতন পান=(১১০+১১)=১২১ টাকা

২০০৮ থেকে ২০১০ সালের বেতন বেশি=(১২১-১০০)=২১ টাকা

অতএব, ২০০৮ সালের চেয়ে ২০১০ সালে তিনি ২১% বেশি বেতন পান

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions