এক খণ্ড ‘প্লাটিনাম ও ইরিডিয়ামের তৈরি রড এর দৈর্ঘ্য এক মিটার হিসেবে স্বীকৃত। এটি কোন মিউজিয়ামে রক্ষিত আছে?
A শিকাগো আর্ট মিউজিয়াম
B প্যারিস মিউজিয়াম
C ব্রিটিশ মিউজিয়াম
D কায়রো মিউজিয়াম
Solution
Correct Answer: Option B
বিশুদ্ধ প্লাটিনাম ও ইরিডিয়ামের সংকর ধাতুর
৯০:১০ অনুপাতে তৈরি একটি দণ্ড ফ্রান্সের রাজধানী
প্যারিসে অবস্থিত International Bureau of Weights
and Measures এর বিশেষ ভোল্টে সংরক্ষিত আছে।
০% তাপমাত্রায় রাখা এই ধাতব দণ্ডটির ওপর অঙ্কিত নির্দিষ্ট
বিন্দুর মাঝের দূরত্ব ১ মিটার হিসেবে স্বীকৃত।