কম্পিউটারের সঙ্গে লাগানো প্রিন্টার কী হিসেবে কাজ করে?
A অ্যাডাপ্টার
B হাব
C রিসোর্স
D সার্ভার
Solution
Correct Answer: Option C
ক্লায়েন্টের কাছে ব্যবহারের জন্য যে সকল সুযোগ-
সুবিধা দেওয়া হয়, তার সবই হচ্ছে রিসোর্স। যেমন:
কম্পিউটারের সাথে যদি একটি প্রিন্টার কিংবা ফ্যাক্স মেশিন
যুক্ত থাকে তাহলে সেটি হচ্ছে রিসোর্স।