'পাছে লোকে কিছু বলে'- কবিতা পাঠকের মনে কোন আচরণের উদ্রেক ঘটায়?
Solution
Correct Answer: Option D
ব্রিটিশ ভারতের প্রথম নারী হিসেবে সংস্কৃত ভাষায় স্নাতক ডিগ্রিধারী ব্যক্তিত্ব, ‘জনৈক বঙ্গমহিলা' ছদ্মনামে খ্যাত নারীবাদী লেখিকা কামিনী রায় রচিত বিখ্যাত কবিতা ‘পাছে লোকে কিছু বলে। এ কবিতার মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন যে, ব্যক্তিজীবনে যেকোনো কর্ম সম্পাদনের ক্ষেত্রে সংশয় ও সমালোচনার ক্ষেত্র প্রস্তুত থাকে। মনন ও মনস্তত্ত্বের সম্মিলনে মহৎ কোনো কাজ করতে যাওয়ার ক্ষেত্রে সমালোচনার ভয়ে সংশয় নিয়ে পিছিয়ে আসতে হয়।
এ কবিতার বিখ্যাত পঙ্ক্তি-
করিতে পারি না কাজ, সদা ভয়, সদা লাজ, সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। মহৎ উদ্দেশ্যে যবে এক সাথে মিলে সবে, পারি না মিলিতে সেই দলে, পাছে লোকে কিছু বলে।