Solution
Correct Answer: Option A
জন্মের পরই শিশুর মাতা-পিতার মধ্যে অধিকতর
কাছের মানুষ হলেন মা। আর সামাজিকীকরণের প্রথম
সূত্রপাত ঘটে মায়ের কাছে। ফলে শিশুর ভাষা শিক্ষার প্রথম
মাধ্যম মা। মা শিশুর প্রতি যেসব খাদ্যের ঝোঁক সৃষ্টি করেন,
শিশুর খাদ্যাভাস ও আচরণে তার প্রভাব লক্ষ করা যায়।
শিশু বর্ণশিক্ষা, শব্দ শিক্ষা, ছড়া শিক্ষা মা-ই প্রথম দিয়ে
থাকেন। মা প্রথম শিশুকে পারিবারিক, সামাজিক নিয়ম-
শৃঙ্খলা ও নীতিবোধের শিক্ষা দেয়।