কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়?

A  সাদা 

B  কালো 

C  লাল 

D  ধূসর 

Solution

Correct Answer: Option B

- কালো রঙের তাপ শোষণ ক্ষমতা বেশি। চায়ের কাপ কালো রঙের হলে তা থেকে অধিক পরিমান তাপ শোষণ করবে এবং এতে চা তাড়াতাড়ি ঠান্ডা হবে।
- সাদা রঙের তাপ শোষণ ক্ষমতা কম।
- সেজন্য গ্রীষ্মকালে সাদা রঙের জামা অধিক আরামদায়ক।
- কারণ সাদা রঙের জামার তাপ শোষণ ক্ষমতা কম।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions