Correct Answer: Option B
প্রথম ব্যবধান = ৫ - ২ = ৩
দ্বিতীয় ব্যবধান = ১১ - ৫ = ৬
তৃতীয় ব্যবধান = ২০ - ১১ = ৯
n সংখ্যক পদের যোগফল = (n/2) {2a + (n - 1)d}
৩, ৬, ৯... ধারাটির প্রথম ৮ টি পদের সমষ্টি = (৮/২) {২ × ৩ + (৮ - ১) × ৩}
= ৪ × ২৭
= ১০৮
∴ ২, ৫, ১১, ২০,......... ধারাটির নবম পদ হবে = ২ + ১০৮
= ১১০
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions