প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যে কয়টি যতিচিহ্নের প্রচলন ছিল?
A ২ টি
B ৩ টি
C ৪ টি
D যতি চিহ্নের প্রচলন ছিল না
Solution
Correct Answer: Option A
-প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যে দুইটি যতিচিহ্নের প্রচলন ছিল। যথা- এক দাঁড়ি (।) ও দুই দাঁড়ি (।।)।
-আধুনিক যুগের বাংলা সাহিত্যে গদ্যের উৎপত্তি হলে সেখানে এক দাঁড়ি (।)-এর ব্যবহার শুরু হয়।
- দাঁড়ি (।) ব্যতীত অন্য সকল বিরাম চিহ্ন বাংলা সাহিত্যে এসেছে ইংরেজি সাহিত্য হতে।