কোনো সংখ্যার তিন চতুর্থাংশের এক পঞ্চমাংশের মান ৬০ ।সংখ্যাটি কত?
Solution
Correct Answer: Option B
এরকম প্রশ্ন শেষের থেকে হিসেব করলে মুখে উত্তর বলা যায়।
শেষের ৫ ভাগের ১ ভাগের মান ৬০ হলে ৫ ভাগের মান ৬০×৫=৩০০।
এখন এই ৩০০ হলে ৪ ভাগের ৩ ভাগের মান।তাহলে ১ ভাগের মান হবে ১০০ এবং ৪ ভাগ বা সংখ্যাটি হবে ৪০০।