৪০০ জন লোকের একটি দলে ৩৭৫ জন ইংরেজিতে এবং ২০০ জন বাংলায় কথা বলতে পারে। তাহলে কতজন উভয় ভাষায় কথা বলতে পারে?  

 

A ১৫৫ জন

B ১৭৫ জন

C ১৬৫ জন

D ১৮৫ জন

Solution

Correct Answer: Option B

দেওয়া আছে,
মোট লোক সংখ্যা ৪০০ জন
ইংরজিতে কথা বলতে পারে = ৩৭৫ জন
এবং বাংলাতে কথা বলতে পারে = ২০০ জন ।
সুতরাং, ইংরেজি এবং বাংলা অন্তত একটি ভাষা হলেও কথা বলতে পারে এমন লোকের সংখ্যা = ৩৭৫ +২০০  = ৫৭৫ জন ।
কিন্তু যেহেতু মোট লোক সংখ্যা ৪০০ জন, তাই উভয় ভাষায় কথা বলতে পারা লোকের সংখ্যা = ৫৭৫-৪০০ = ১৭৫ জন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions