বাংলাদেশ প্রথম ইন্টারনেট ভিত্তিক নিউজ এজেন্সি হচ্ছে--
A ই-নিউজ
B বিডি নিউজ
C এনটিভি নিউজ
D প্রথম আলো নিউজ
Solution
Correct Answer: Option B
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বাংলাদেশের একটি বেসরকারি অনলাইন সংবাদ ওয়েবসাইট। ২০০৫ সালে ‘বিডিনিউজ’ নামে ওয়েবভিত্তিক বার্তা সংস্থা হিসেবে প্রথমে এটি যাত্রা শুরু করলেও ২০০৬ সালে ডটকম সংবাদ ওয়েবসাইট হিসেবে আত্মপ্রকাশ করে। বাংলাদেশের ইতিহাসের প্রথম অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম বিডিনিউজ২৪.কম।