একটি বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য a সেমি হলে, ঐ ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত?
Solution
Correct Answer: Option A
পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী বর্গক্ষেত্রের কর্ণের সূত্রটি হলো: √(ভূমি² + লম্ব²)।
যেহেতু বর্গের সব বাহু সমান (a), তাই কর্ণ = √(a² + a²)
= √(2a²)
= √2a