Solution
Correct Answer: Option A
কবি জসীমউদ্দীনের রচিত ভ্রমণকাহিনীঃ
- চলে মুসাফির (১৯৫২),
- হলদে পরীর দেশ (১৯৬৭),
- যে দেশে মানুষ বড় (১৯৫৮)।
তার রচিত কাব্যগ্রন্থঃ
- নকশী কাঁথার মাঠ (১৯২৯),
- সোজন বাদিয়ার ঘাট (১৯৩৪) ,
- ধানক্ষেত ,(১৯৩৩) ,
- বালুচর (১৯৩৯) ইত্যাদি ।