কোনো বৃত্তের কেন্দ্রগামী জ্যা এর দৈর্ঘ্য ১০ সেমি হলে কেন্দ্র হতে ৩ সেমি দূরবর্তী জ্যা এর দৈর্ঘ্য হবে-

A ৮ সেমি

B ৪ সেমি

C ৬ সেমি

D ৭.৫ সেমি

Solution

Correct Answer: Option A

বৃত্তের কেন্দ্রগামী জ্যা  = ১০ সে.মি. 
এবং ব্যাসার্ধ ৫ সে.মি.
 
তাহলে,
জ্যা এর অর্ধেক দৈর্ঘ্য = √{(ব্যাসার্ধ2) - (কেন্দ্র হতে জ্যা এর দূরত্ব)2}
= √{(৫2) - (৩)2}
= √১৬ = ৪
∴জ্যা এর দৈর্ঘ্য = ২ × ৪ = ৮

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions