দুটি সংখ্যার পার্থক্য ১১ এবং তাদের যোগফলের এক পঞ্চমাংশ ৯ , সংখ্যা দুটি বের করুন।
A ২৮ এবং ১৭
B ২৯ এবং ১৮
C ৩০ এবং ১৯
D কোনোটিই নয়
Solution
Correct Answer: Option A
যোগফলের এক পঞ্চমাংশ ৯ হলে যোগফল হবে ৯×৫=৪৫ ।তাহলে আমরা পেলাম দুটি সংখ্যার যোগফল ৪৫ এবং তাদের বিয়োগফল ১১।এভাবে যোগফল ও বিয়োগফল দেয়া
থাকলে যোগফল থেকে বিয়োগফলটি বিয়োগ করে ২ দ্বারা ভাগ করলে ছোট সংখ্যাটি বের কর।
তাহলে ছোট সংখ্যা হবে (৪৫-১১)/২=৩৪/২=১৭
এবং বড় সংখ্যাটি হবে ছোট সংখ্যাটির থেকে ১১ বড়।অর্থাৎ ১৭+১১=২৮।