শতকরা বার্ষিক ৬ টাকা হার সুদে ৯৫০ টাকার ৮ বছরে যত সুদ হয়, বার্ষিক ৭.৫% হার সুদে কত টাকার ১৯ বছরে তত সুদ হবে?
A ২৮০ টাকা
B ৩২০ টাকা
C ৪৯০ টাকা
D ৩৮০ টাকা
Solution
Correct Answer: Option B
6% হার সুদে, 100 টাকার 1 বছরের সুদ 6 টাকা
∴ 950 টাকার 8 বছরের সুদ (6 x 950 x 8)/100 টাকা = 456 টাকা।
এখন, 7.50% হার সুদে,
7.5 টাকা সুদ হয় 1 বছরে 100 টাকায়
∴ 456 টাকা সুদ হয় 19 বছরে (100 x 456)/(7.5 x 19) টাকায় = 320 টাকায়