১০% চক্রবৃদ্ধি সুদে ১৫০০০ টাকার ৩ বছরের সুদ কত হবে?
A ৪৯৬৫
B ৪৫০০
C ৪০০০
D ১৯৫০০
Solution
Correct Answer: Option A
চক্রবৃদ্ধি সুদাসল=মূলধন ×[১+(সুদের হার/১০০)]সময়
=১৫০০০ ×[১+(১০/১০০)]৩
=১৫০০০ ×[১+(১/১০)]৩
=১৫০০০ ×(১১/১০)৩
=১৫০০০ ×(১১/১০) ×(১১/১০) ×(১১/১০)
=১৯৯৬৫
অতএব ৩ বছরের চক্রবৃদ্ধি সুদ =(১৯৯৬৫-১৫০০০)টাকা
=৪৯৬৫ টাকা