৬% সরল সুদে ৮০০ টাকার কত বছরের সুদ ৪৮০ টাকা হবে?
Solution
Correct Answer: Option C
সরল সুদের সূত্রানুযায়ী,
সুদ = (মূলধন * সুদের হার * সময়)/১০০
এখানে,
মূলধন = ৮০০ টাকা
সুদের হার = ৬%
সুদ = ৪৮০ টাকা
সুতরাং,
৪৮০ = (৮০০ * ৬ * সময়)/১০০
⇒ ৪৮০ * ১০০ = ৮০০ * ৬ * সময়
⇒ ৪৮০০০ = ৪৮০০ * সময়
⇒ সময় = ৪৮০০০/৪৮০০
∴ সময় = ১০ বছর