৫% হারে ৫০০০ টাকার ২ বছরে সরল ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত?

A ১৫

B ২৫

C ১২.৫

D ১০

Solution

Correct Answer: Option C

সরল সুদ = ৫০০০×২×৫% = ৫০০ টাকা
চক্রবৃদ্ধি সুদাসল = ৫০০০ × (১ + ৫%)২
= ৫০০০ × ১০৫/১০০ × ১০৫/১০০
= ৫৫১২.৫ টাকা
∴ চক্রবৃদ্ধি সুদ = ৫১২.৫ টাকা
∴ সুদদ্বয়ের পার্থক্য = ৫১২.৫ - ৫০০ = ১২.৫ টাকা

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions