Solution
Correct Answer: Option C
Export Processing Zone (EPZ) বা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল হচ্ছে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল যেখানে শুল্ক কর্তৃপক্ষের কোনরূপ হস্তক্ষেপ ছাড়াই পণ্য অবতরণ, বহন, উৎপাদন বা পুনঃসংযোজন ও পুনঃরপ্তানি করা যায়। ১৯৮৩ সালে বাংলাদেশের চট্টগ্রামে প্রথম EPZ স্থাপন করা হয়। বর্তমানে দেশে ৮ টি সরকারি ও ২টি বেসরকারি EPZ আছে।
উল্লেখ্য, গাইবান্ধা ,যশোর , পটুয়াখালীতে নতুন একটী ইপজেড নির্মাণ করা হবে।