Solution
Correct Answer: Option C
ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসৃত হওয়ার সময় আলােকরশ্মি দুই মাধ্যমের বিভেদতলে মাধ্যম দুটির সংকট কোণ অপেক্ষা বেশি কোণে আপতিত হলে আপতিত আলােকরশ্মির প্রায় সবটুকু অংশই বিভেদতল থেকে প্রতিফলিত হয়ে পুনরায় ঘন মাধ্যমে ফিরে আসে। এই আলােকীয় ঘটনাকেই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলা হয়।
মাটি খুব গরম এবং বাতাস ঠান্ডা হলে মরীচিকা ঘটে। উষ্ণ ভূমি মাটির ঠিক উপরে বাতাসের একটি স্তরকে উষ্ণ করে। যখন আলো ঠাণ্ডা বাতাসের মধ্য দিয়ে এবং গরম বাতাসের স্তরে চলে যায় তখন এটি প্রতিসৃত হয় (বাঁকানো)। মাটির কাছে খুব উষ্ণ বাতাসের একটি স্তর আকাশ থেকে আসা আলোকে প্রায় U-আকৃতির বাঁকে প্রতিসরণ করে।