৫০ লিটার দ্রবণে চিনির পরিমাণ = ৫০ এর ৩% = ১.৫ লিটার
ধরি, পানি বাষ্পায়িত করতে হবে = x লিটার।
প্রশ্নমতে, (৫০ – x) এর ৫%= ১.৫ [পানি বাদ দেয়ার পর অবশিষ্ট দ্রবণের ৫% চিনি = আগে থেকে যে চিনি আছে।
⇒ (৫০ – x) × ৫/১০০ = ১.৫
⇒ (৫০ - x) = ১.৫ × ১০০/৫
⇒ (৫০ – x)=৩০
বা, x = ৫০-৩০
=২০ লিটার