৫০ লিটার চিনির দ্রবণে ৩% চিনি আছে। কত লিটার পানি বাষ্পায়িত করলে চিনি ৫% হবে?

A

B ১০

C ১৫

D ২০

Solution

Correct Answer: Option D

৫০ লিটার দ্রবণে চিনির পরিমাণ = ৫০ এর ৩% = ১.৫ লিটার
ধরি, পানি বাষ্পায়িত করতে হবে = x লিটার। 
প্রশ্নমতে, (৫০ – x) এর ৫%= ১.৫ [পানি বাদ দেয়ার পর অবশিষ্ট দ্রবণের ৫% চিনি = আগে থেকে যে চিনি আছে।
⇒ (৫০ – x) × ৫/১০০ = ১.৫ 
⇒  (৫০ - x) = ১.৫ × ১০০/৫ 
⇒ (৫০ – x)=৩০
বা,  x = ৫০-৩০
         =২০ লিটার
 
 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions