তামা, দস্তা ও রূপা মিশিয়ে এক রকমের গহনা তৈরি করা হলো। ঐ গহনায় তামা ও দস্তার অনুপাত ১ : ২ এবং দস্তা ও রূপার অনুপাত ৩:৫। ১৯ গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে?

A

B ১০

C ১২

D

Solution

Correct Answer: Option B

গহনায় তামা ও দস্তার অনুপাত = ১ : ২ = ১ × ৩ : ২ × ৩ = ৩:৬
এবং গহনায় দস্তা ও রূপার অনুপাত = ৩ : ৫ = ৩ × 2:5× 2 = 6: ১০
:: তামা, দস্তা ও রূপার অনুপাত = ৩ : ৬ : ১০
অনুপাতের সংখ্যাগুলোর যোগফল = ৩ + ৬ + ১০ = ১৯
.: ১৯ গ্রাম ওজনের গহনায় রূপার পরিমাণ = ১৯ গ্রাম এর ১০/১৯অংশন = ১০ গ্রাম (উত্তর)

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions