Solution
Correct Answer: Option B
রাজশেখর বসু (মার্চ ১৬, ১৮৮০ - এপ্রিল ২৭, ১৯৬০) ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি সাহিত্যিক, অনুবাদক, রসায়নবিদ ও অভিধান প্রণেতা। তিনি পরশুরাম ছদ্মনামে তার ব্যঙ্গকৌতুক ও বিদ্রুপাত্মক কথাসাহিত্যের জন্য প্রসিদ্ধ।
- রবীন্দ্রনাথ ঠাকুর তার 'খাপছাড়া' কাব্য রাজশেখর বসুকে উৎসর্গ করেন।
- তার উল্লেখযোগ্য গ্রন্থঃ
গড্ডলিকা,
চলন্তিকা,
হনুমানের স্বপ্ন,
লঘুগুরু ,
কুটিরশিল্প,
কালিদাসের মেঘদূত,
ভারতের খনিজ ইত্যাদি।
- চলন্তিকা অভিধান প্রণয়নের জন্য তিনি সর্বাধিক পরিচিতি।