Solution
Correct Answer: Option C
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ( ১৮২০ - ১৮৯১ ) রচিত মৌলিক গ্রন্থ হলাে - অতি অল্প হইল । এ গ্রন্থটি ১৮৭৩ সালে প্রকাশিত হয় ।
তার অন্যান্য মৌলিক রচনা :
- বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ্বিয়ক প্রস্তাব
- বহুবিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদ্বিয়ক বিচার
- প্রভাবতী সম্ভাষণ
- স্বরচিত জীবনচরিত
- আবার অতি অল্প হইল
- ব্রজবিলাস