ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রথম প্রধান ছিলেন-

A ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

B উইলিয়াম কেরি

C রামরাম বসু

D কেউই নন

Solution

Correct Answer: Option B

১৮০০ সালে প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খােলা হয় ১৮০১ সালে। মূলত ব্রিটিশ অফিসারদের বাংলা শিক্ষা দেয়ার জন্য বাংলা বিভাগ চালু হয় ।
বাংলা বিভাগ প্রবর্তিত হলে অধ্যক্ষ হিসেবে আসেন শ্রীরামপুর মিশনের পাদ্রি এবং বাইবেলের অনুবাদক বাংলায় অভিজ্ঞ উইলিয়াম কেরি।তিনি এ কলেজের বাংলা বিভাগের প্রথম প্রধান ছিলেন।
কলেজটির কার্যক্রম ১৮৫৪ সালে বন্ধ হয়ে যায় ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions