শ্রীরামপুর মিশন (১৮০০-১৮৪৫) ভারতের প্রথম নিজস্ব প্রচারক সংঘ। ১৮০০ সালের ১০ জানুয়ারি উইলিয়ম কেরী ও ভ্রাতৃবৃন্দ এ মিশন প্রতিষ্ঠা করেন।
বাংলা গদ্যের বিকাশকালে স্থাপিত উল্লেখযোগ্য প্রতিষ্ঠান ও তাদের প্রতিষ্ঠাকাল
- এশিয়াটিক সোসাইটি : ১৭৮৪
- সংস্কৃত কলেজ : ১৭৯১
- শ্রীরামপুর মিশন (ব্যাপ্টিস্ট মিশন) : ১৮০০
- ফোর্ট উইলিয়াম কলেজ : ১৮০০
- হিন্দু কলেজ (বিশপস্ কলেজ ১৮৩১) : ১৮১৭
- শ্রীরামপুর কলেজ : ১৮১৮
- গৌড়ীয় সমাজ : ১৮২৩
- তত্ত্ববোধিনী সভা : ১৮৩৯