তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ১৪১ হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুটির অন্তর কত?
Solution
Correct Answer: Option B
অংকটিতে ১৪১ হলো তিনটি সংখ্যার যোগফল ,তাহলে সংখ্যা তিনটির গড় হবে ১৪১/৩ =৪৭।
এখন এই ৪৭ হলো ঐ সংখ্যা তিনটির মাঝের সংখ্যা।
তাহলে সংখ্যা ৩টি হলো ৪৬, ৪৭, ৪৮ তাহলে অন্য সংখ্যা দুটি হবে ৪৬ ও ৪৮ ।
এদের অন্তর বা বিয়োগফল হবে ৪৮ - ৪৬ =২