Solution
Correct Answer: Option C
- অবস্থান এবং কাজের উপর নির্ভর করে কোষকে দু’ভাগে ভাগ করা হয়েছে।
- যথা: দেহ কোষ এবং জনন কোষ।
জনন কোষ:
- জীব দেহের যে সকল কোষ জনন কার্যে অংশ নেয় তাদেরকে বলা হয় জনন কোষ।
- জনন কোষ কেবল মাত্র যৌন জননক্ষম জীবে সৃষ্টি হয়।
- যেমন: শুক্রাণু, ডিম্বাণু, পরাগরেণু ইত্যাদি।
- জনন কোষে ক্রোমোসোম সংখ্যা দেহ কোষের ক্রোমোসোম সংখ্যার অর্ধেক।
- তাই জনন কোষকে হ্যাপ্লয়েড কোষ বলা হয়।