কোন কোষ বিভাজনটি হ্রাসমূলক বিভাজন নামেও পরিচিত?
Solution
Correct Answer: Option B
- মিয়োসিস কোষ বিভাজনে একটি মাতৃ কোষ থেকে চারটি অপত্য কোষ পাওয়া যায়, যেগুলোর প্রতিটি মাতৃ কোষই অর্ধেকসংখ্যক ক্রোমোজম ধারণ করে। সেজন্য, এর আরেক নাম হ্রাসমূলক বিভাজন।
- যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি কোষ বিভাজিত হয়ে মাতৃকোষের অর্ধেক ক্রোমোসোম সম্পন্ন চারটি অপত্য কোষ তৈরি করে তাকে মিয়োসিস কোষ বিভাজন বলে।
- ডিপ্লয়েড জীবে জনন মাতৃকোষ , পরাগধানী, গর্ভাশয়, ডিম্বাশয়, শুক্রাশয় এবং হ্যাপ্লয়েড জীবে জাইগোটে মিয়োসিস ঘটে।