ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে কী বলে?
A ফলিকল
B রাইবোজোম
C লোকাস
D অ্যালিল
Solution
Correct Answer: Option C
- বংশগতির জনক গ্রেগর ইয়োহান মেন্ডেল (১৮৬০ এর দশকে) মটরশুঁটি গাছ নিয়ে গবেষণার সময় উদ্ভিদের বৈশিষ্ট্যের বাহককে কণা (Particle) বা ফ্যাক্টর বলে উল্লেখ করেন। পরবর্তীতে জোহানসেন (১৯০৯) ঐ কণা বা ফ্যাক্টরকেই জিন হিসেবে অভিহিত করেন।
- জিন ক্রোমোসোমে অবস্থান করে। ক্রোমোসোমের যে স্থানে একটি জিন অবস্থান করে ঐ স্থানকে ঐ জিনের লোকাস বলা হয়।