পেপটিক আলসার সৃষ্টি করে কোন ব্যাকটেরিয়া?
A Providencia spp.
B Acinetobacter baumannii
C Flavobacterium spp.
D Helicobacter pylori
Solution
Correct Answer: Option D
-পেপটিক আলসার হল একটা ফোসকা বা ঘা যা পাকস্থলীর দেয়ালের ভিতরে বা ক্ষুদ্র অন্ত্রের প্রথম অংশে যাকে বলে ডিওডিনাম, প্রকাশ পায়।
-অধিকাংশ পেপ্টিক আলসার হেলিকোব্যাক্টার পাইলোরি নামক কুন্ডলী আকৃতির এক প্রকারের ব্যাকটেরিয়া এর কারণে শুরু হয়ে থাকে। এন্ডোস্কোপি বা বেরিয়াম এক্স-রের মাধ্যমে এ রোগ নির্ণয় করা যায় ।